১৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:১৯

করোনায় আক্রান্ত চিকিৎসাকর্মীদের সংখ্যা নিয়েও মিথ্যা বলছে চীন?

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত চিকিৎসাকর্মীদের সংখ্যা নিয়েও মিথ্যা বলছে চীন?

করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডে আরও কমপক্ষে ৯৮ জনের মৃত্যু হয়েছে। নতুন এই ৯৮ জনের মৃত্যু হয় সোমবার। এর মধ্যে ৯৩ জন প্রদেশের, আর বাকি ৫ জন অন্যান্য দেশটির অন্যান্য অঞ্চলের। এ নিয়ে করোনাভাইরাসে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৬৮ জনে।

এদিকে, আক্রান্ত চিকিৎসাকর্মীদের সংখ্যা নিয়ে মিথ্যা বলছে চীন! চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেন্সন (সিডিসি) এর বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এমন আভাসই দিয়েছে চায়না ডেইলি।

বলা হচ্ছে, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ১৭ শ' এর বেশি। কিন্তু চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক প্রতিবেদনে বলছে, আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ৩ হাজার ১৯ জন। এদের মধ্যে ১ হাজার ৬ শ ৮৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির শুরুর দিকে উহানের চিকিৎসক ও নার্সরা সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকির সম্মুখীন হয়েছেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর