১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:০০

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

প্রতীকী ছবি

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৫ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

বুধবার সকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান ফোন করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এ তথ্য জানান। 

পরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে 'সেকেন্ড ব্রেইনস্টর্মিং সেশন অন কম্প্রিহেনসিভ রিফর্ম অব দ্য ওআইসি' অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এতথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনা আক্রান্ত পাঁচ বাংলাদেশি সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের মধ্যে ৩৯ বছর বয়সী এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তিনি আগে থেকেই কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার নিউমোনিয়া হওয়ার পর পরীক্ষা করা হলে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

তিনি আরও বলেন, সিঙ্গাপুর তাকে বাঁচানোর সাধ্যমত চেষ্টা করছে। তবে সকাল থেকে তার শরীরে নাকি ওষুধ রেসপন্স করছে না। কেউ মারা গেলে মরদেহ ফিরিয়ে আনার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন ড. মোমেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনে এখনও যারা আছেন, তাদের যাবতীয় সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। চীন মনে করছে, তাদের আরও কোয়ারেন্টাইনে থাকা দরকার, তাই বাংলাদেশও অপেক্ষা করছে।

বিডি-প্রতিদিন/মাহবুব

সর্বশেষ খবর