১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৩৭

চীন ফেরত সেই শিক্ষার্থীর শরীরে নেই করোনাভাইরাস

বরগুনা প্রতিনিধি :

চীন ফেরত সেই শিক্ষার্থীর শরীরে নেই করোনাভাইরাস

বরগুনায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হন চীন ফেরত শিক্ষার্থী ইমরান। তবে জ্বরাক্রান্ত ইমরানের শরীরে করোনাভাইরাসের জীবানু নেই বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর)। 

বুধবার আইডিসিআর এর বরাত দিয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ১৬ ফেব্রুয়ারি বরগুনা জেলা সদর হাসপাতালের জ্বর নিয়ে ভর্তি হয় চীন ফেরত শিক্ষার্থী ইমরান। এরপর পটুয়াখালী মেডিকেল কলেজের একটি টিম ইমরানের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এর পরীক্ষা-নীরিক্ষা শেষে জানায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে। মানে তার শরীরে করোনাভাইরাসের কোন জীবাণু নেই। 

প্রসঙ্গত, বরগুনা সদর উপজেলার চালিতাতলী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বৃত্তি পেয়ে চীনের শানডং প্রদেশের রিজাউ শানডং ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন। সম্প্রতি চীনে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে ১২ফেব্রুয়ারি তিনি দেশের উদ্দেশ্য রওনা করেন। চীনের গুরাংজু এয়ারপোর্ট থেকে তাকে করোনাভাইরাসমুক্ত ছাড়পত্র দিলে তিনি ১৫ তারিখ বাংলাদেশে পৌঁছান।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর