সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৮৬ জনের মতো। এদের মধ্যে ৫ জন বাংলাদেশিও রয়েছেন। সিঙ্গাপুর সরকার করোনা আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল থেকে বাসায়ও ফিরে গেছেন। তবে বাংলাদেশের ৫ জন আক্রান্ত হওয়ার খবরে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দেশে ফিরে যাওয়া শুরু করেন। এরই জের ধরে করোনায় আতঙ্কিত না হওয়ার জন্য সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নির্দশনা ও সর্তক থাকার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং কর্তৃক সিঙ্গাপুরস্থ বিভিন্ন ডরমেটরি সরেজমিন পরিদর্শনপূর্বক বাংলাদেশি অভিবাসীদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে মতবিনিময়, পরামর্শ প্রদান, সচেতনতা মূলক লিফলেট বিতরণ, মাস্ক ও হ্যান্ড ওয়াস বিতরণ করছে দূতাবাসের কর্মকর্তারা।
প্রবাসীদের মধ্যে অনেকেই দূতাবাসের এমন উদ্যেগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন, সিঙ্গাপুরে ৭/৮টি দেশের শ্রমিকরা বিভিন্ন সেক্টরের কর্মরত আছেন, তবে এখন পর্যন্ত অন্য কোনো দেশের এমন উদ্যোগ নিতে দেখা যায়নি।
বাংলাদেশ দূতাবাস থেকে জানা যায়, প্রবাসীদের পাশে সব সময় বাংলাদেশ দূতাবাসে থাকবে। তাদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। শুধুমাত্র সচেতনতা ও সর্তকতাই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। এবং পর্যাক্রমে সবগুলো ডরমিটরিতে গিয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও দূতাবাস সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/মাহবুব