কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়াকে সহায়তা করতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ব্যক্তিগত চিঠি দিয়েছেন। রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ খবর প্রকাশ করেছে।
চিঠিতে করোনা প্রতিরোধে উত্তর কোরিয়ার প্রশংসাও করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে আরও বলেন, এই সহায়তার মধ্য দিয়ে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে।
হোয়াইট হাউজের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, বৈশ্বিক মহামারী মোকাবেলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা হিসেবেই কিমকে এই চিঠি পাঠিয়েছেন ট্রাম্প।
বিডি প্রতিদিন/ফারজানা