কভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের হার উদ্বেগজনকহারে বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে জাপান। বেশি জরুরি না হলে যুক্তরাষ্ট্র সফর এড়িয়ে যেতে বলা হয়েছে।
আজ রবিবার যুক্তরাষ্ট্র ভ্রমণে দুই মাত্রার সতর্কতা জারি করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। চার মাত্রা হলো সর্বোচ্চ মাত্রার সতর্কতা।
প্রসঙ্গত, জাপান ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রও। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৫ হাজার করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। জাপানে এই সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা