২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু। করোনাভাইরাস যেন দানব হয়ে আক্রমণ করছে ইতালিতে। মারণঘাতি ভাইরাসের প্রকোপে ইতালি এখন মৃত্যুপুরী। করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪ হাজার ৮২৫ জন মানুষ। ক্রমশ ছড়াচ্ছে আতঙ্ক। দুশ্চিন্তা বাড়ছে বিশ্ব নেতাদের।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় প্রতিদিনই ইতালিতে মৃত্যুর হার বাড়ছে। আগের দিনের থেকে শনিবার মৃত্যুর হার বেড়েছে ১৯.৬ শতাংশ। দুশ্চিন্তায় ঘুম নেই প্রশাসনের কর্তাদের।
শুক্রবার ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৬২৭ জন মানুষ। শনিবার সংখ্যাটা বেড়ে যায়। নতুন করে আরও ছয় হাজার মানুষের মধ্যে করোনার জীবাণু পাওয়া গেছে। এখনও পর্যন্ত ইতালিতে ৫৩ হাজার ৫৭৮ জন মানুষ করোনার আক্রান্ত বলে খবর মিলেছে। গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য লকডাউন চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই লকডাউন চলবে। কার্যত স্তব্ধ হয়ে রয়েছে পর্যটনের কেন্দ্র হিসাবে পরিচিত দেশ।
ইতালির উত্তরে লোম্বার্ডি এলাকায় সবচেয়ে বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। ওই অঞ্চলে ২৫ হাজার ৫১৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। তিন হাজার ৯৫ জন মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। গোটা ইতালিতে এখনও পর্যন্ত ৬ হাজার ৭২ জন মানুষ সেরে উঠেছেন। দু'হাজার ৮৫৭ জন মানুষ রয়েছেন আইসিইউতে।
বিডি প্রতিদিন/আরাফাত