পদত্যাগ করলেন ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রী এবং শ্রমমন্ত্রী। দেশে পাঁচ শতাধিক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, কর্তৃপক্ষের এমন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন তারা। খবর রয়টার্সের।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে সোমবার থেকে দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে অভ্যন্তরীণ চলাফেরায়ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
শনিবার এক ভার্চুয়াল কনফারেন্সে কর্মকর্তারা জানান, দেশটিতে এখন পর্যন্ত ৫৩২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ রোগে মৃত্যু হয়েছে ৭জনের।
বিডি প্রতিদিন/কালাম