নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে গরিব-অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যরা জনসচেতনতা বাড়াতে এ মাস্ক বিতরণ করেন। এ সময় করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হওয়াসহ তারা বিভিন্ন পরামর্শ প্রদান করেন। একই সাথে স্ব্যাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহবান জানান।
এ সময় আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান নাজির, সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আতাউর রহমানসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ সময় আইনজীবীরা বলেন, যাদের সামর্থ্য আছে তারা মাস্ক পড়ে করোনা থেকে বাঁচার জন্য। কিন্তু সমাজের অনেক গরিব-অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ টাকার অভাবে মাস্ক কিনতে ও পড়তে পারে না। তাই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া আদালতপাড়ায় সর্ব সাধারণের জন্য আইনজীবী সমিতির সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন