২৯ মার্চ, ২০২০ ১৯:০৮

কুড়িগ্রামে হোম কোয়ারেন্টাইনে ৮৭ জন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে হোম কোয়ারেন্টাইনে ৮৭ জন

প্রতীকী ছবি

কুড়িগ্রামে গত কয়েকদিন যাবত করোনা সংক্রমণ রোধে খাবারের দোকান ও ওষুধের দোকান ছাড়া প্রায় সব দোকান বন্ধ রয়েছে। ফলে অনেকেই নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে সমস্যা বোধ করছেন। জেলা স্বাস্থ্যবিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় বিদেশিদের সংস্পর্শে আসায় ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ নিয়ে জেলায় সর্বশেষ ৮৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত মোট ৩২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করে অধিকাংশ রিলিজ নিয়েছেন। এদিকে পুরো জেলায় স্বাভাবিক অবস্থা না থাকা ও কাজ বন্ধ থাকায় নিম্ন আয়ের লোকজন পড়েছে সংকটে। তাদের অনেকেই অলস সময় পার করছে। প্রধান সড়কে মালবাহী ট্রাক দু একটি চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলায় মোট ৫৪০ জন বিদেশফেরত কুড়িগ্রামে আসলেও মাত্র ৩১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে। 

বিডি প্রতিদিন/আল আমীন 

সর্বশেষ খবর