ফেনীতে করোনার উপসর্গ নিয়ে মোহাম্মদ রিপন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। রিপন ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের সুজা মিয়ার ছেলে।
পারিবারিক ভাবে জানা যায়, সে গত এক সপ্তাহ ধরে জ্বর, পেটে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। লাশ ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ফেনীর সিভিল সার্জেন সাজ্জাদ হোসেন জানান, রিপন শ্বাসকষ্টে ভুগছিলেন। তার দেহে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষার জন্য আমরা লোক পাঠিয়েছি। পরীক্ষার পর জানা যাবে সে করোনায় আক্রান্ত কীনা।
বিডি প্রতিদিন/এ মজুমদার