৬ এপ্রিল, ২০২০ ১৪:০৬

মসজিদে জামাতে নামাজ বন্ধ হতে পারে, বিকালের মধ্যেই সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

মসজিদে জামাতে নামাজ বন্ধ হতে পারে, বিকালের মধ্যেই সিদ্ধান্ত

কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ রোধে কয়েকদিনের জন্য মসজিদে জামাতে নামাজ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র গুলো জানায়, সরকার চায় আলেম-ওলামা, ডাক্তার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ সবাই এই বিষয়টিতে সম্মতি দিলেই কেবল এমন সিদ্ধান্ত নেয়া সহজ হবে। সার্বিক পরিস্থিতিতে দেশে আক্রান্ত সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হওয়ায় গত কয়েকদিন ধরেই বিভিন্ন মাধ্যমে বিষয়টি সরকারের দৃষ্টিতে আনা হয়েছে।
 
সূত্র জানায়, আর সময় নষ্ট না করে এখন এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। জানা গেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে উল্লিখিত বিভিন্ন পেশার কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে বিকেলের মধ্যে থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ ধরনের একটি চিন্তা-ভাবনা চলছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর