বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২০ জন ঢাকায় শনাক্ত হয়েছেন, ১৫ জন নারায়ণগঞ্জে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন।
মঙ্গলবার দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এছাড়াও দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৫ জন। এর মধ্যে দু’জন ঢাকার, বাকি তিনজন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট মারা গেল ১৭ জন।
বিডি প্রতিদিন/ফারজানা