৭ এপ্রিল, ২০২০ ২১:৪৫

আমেরিকায় করোনা কেড়ে নিল বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তার প্রাণ

নড়াইল প্রতিনিধি :

আমেরিকায় করোনা কেড়ে নিল বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তার প্রাণ

সৈয়দ অলিয়ার রহমান

নড়াইলের লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রামের সন্তান নৌবাহিনীর সাবেক কর্মকর্তা সৈয়দ অলিয়ার রহমান (৮৫) মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আমেরিকার ব্রুকনাই শহরে সপরিবারে বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত সৈয়দ অলিয়ার রহমানের শ্যালক লোহাগড়ার পুরাতন মসজিদপাড়ার এ কে এম আকরামুজ্জামান মিলু। 

তিনি বলেন, অলিয়ার রহমান গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন এবং তিনদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। অলিয়ার রহমান বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা  (লেফট্যানেন্ট) ছিলেন। গত দুই বছর আগে তিনি নিউইয়র্ক শহরে পরিবারের কাছে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরিবারের সবাই আমেরিকায় বসবাস করছেন।  

পরিবারের আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত কিনা? এ প্রশ্নের জবাবে আকরামুজ্জামান মিলু বলেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই পরিবারের সবাই আতঙ্কের মধ্যে আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, অলিয়ার রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা (৭৫) গৃহিনী। বড় ছেলে মিজানুর রহমান আমেরিকার টেক্সাসে ২২ বছর ধরে ডাক্তারি করছেন। তিনি মেডিসিন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। মেঝো ছেলে সৈয়দ মশিউর রহমান নিউইয়র্ক সিটির পুলিশ অফিসার। ছোট ছেলে সৈয়দ ওহিদুর রহমান ব্যবসা করেন এবং মেয়ে ফয়জুন নেসা স্বামী সস্তান নিয়ে আমেরিকাতেই আছেন। পাশাপশি ব্যবসা করেন। 

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর