লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার তারা দেশে ফেরেন।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ জানায়, জেলার কালীগঞ্জ উপজেলার দুহুলী এলাকার মন্দির রায়ের ছেলে দেবেন্দ্র নাথ রায়, আদিতমারী উপজেলার মদনপুর নামুড়ী এলাকার তরণী কান্ত রায়ের স্ত্রী গীতা রাণী ও তার ছেলে অম্বি চরণ রায় মঙ্গলবার ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন।
এর আগে গত শুক্রবার ১৩ জন, রবিবার ৩ জন একই স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন। গত সোমবার ফেরেন একজন। গত সোমবার ও মঙ্গলবার ফেরত আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এসআই খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এখন থেকে যিনিই দেশে আসবেন, তাকে সরকারি নির্দেশ মোতাবেক কোয়ারেন্টাইনে রাখবো। পরে ছাড়া হবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, স্বাস্থ্য বিভাগের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময় শেষে হলে তাদের ছাড়পত্র দেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল