৮ এপ্রিল, ২০২০ ২১:১০

ব্রিটেনে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৯৩৬ জন

যুক্তরাজ্য প্রতিনিধি

ব্রিটেনে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৯৩৬ জন

চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৪ লাখ ৫৩ হাজার ৮০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৮৩ হাজার ৫৮৮ জন। এছাড়া এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৯ হাজার ৮০৭ জন।

করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশ ব্রিটেনের। করোনায় মৃতের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ভঙ্গ করছে ব্রিটেন। 

দেশটিতে মঙ্গলবার ৮৫৪ জনের মৃত্যুর পর বুধবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৩৬ জনে। এর মধ্যে ইংল্যান্ডে ৮২৮, স্কটল্যান্ড ৭০, নর্দান আইল্যান্ড ৫ এবং ওয়েলসে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩জন। মৃতদের মধ্যে ৪৬ জনের পূর্বে কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল না। 

এখন পর্যন্ত ব্রিটেনে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৫ জনের। 

বিডি-প্রদিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর