রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের।
সোমবার রাত ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
তবে এখন পর্যন্ত করোনা শনাক্ত কারও শরীরে কোন উপসর্গ পাওয়া যায়নি, তারা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে দু’জন সুস্থের পথে, দু’একদিনের মধ্যে তাদের নমুনার সর্বশেষ রিপোর্ট নেগেটিভ হলেই তাদের করোনামুক্ত ঘোষণা করে ছাড়পত্র দেয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা