ভারতের মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ অভিবাসী শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে অর্ধশতাধিক। গতকাল বুধবার রাতে এ হতাহতের ঘটনা ঘটে।
বুধবার গভীর রাতে বাসের সাথে ট্রাকের সংঘর্ষে মধ্য প্রদেশের গুনায় ৮ শ্রমিক নিহত হন এবং প্রায় ৫০ জন আহত হন। শ্রমিকরা ট্রাকে করে মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশ যাচ্ছিলেন। গুনায় একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের ঘ্টনা ঘটে।
এদিকে, উত্তর প্রদেশের মুজাফফরনগরে বুধবার রাতে বাসের চাপায় আরও ছয় কর্মী প্রাণ হারান। এতে আরও ৪ জন আহত হন।
বিডি প্রতিদিন/ফারজানা