বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার কারণে ঘরবন্দি শিশুরা। এদিকে, করোনার বিস্তার ঠেকাতে এপ্রিল থেকে লকডাউন পালন করছে তুরস্ক।
তুরুস্কে লকডাউনের কারণে দেশটির বেশিরভাগ মানুষ ঘরবন্দি থাকছেন। তবে মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় ১৪ বছর বয়স পর্যন্ত শিশুরা এখন বাড়ির বাইরে যেতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
সরকারি ঘোষণা অনুযায়ী, প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪ ঘণ্টা সময় উল্লিখিত বয়সের শিশুরা বাড়ি থেকে বের হতে পারবে।
বৃহস্পতিবার সরকারি ঘোষণা অনুযায়ী, ১৫ থেকে ২০ বছর বয়সীরাও এখন থেকে শুধু শুক্রবার বাড়ির বাইরে যেতে পারবে। শিশুদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেয়া ছাড়াও ধীরে ধীরে লকডাউন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার থেকে লকডাউন সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ শিথিল হচ্ছে।
তুরস্কে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ১১৪ এবং ৩ হাজার ৯৫২ জন মারা গেছেন। আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে প্রায় ১ লাখ ২ হাজার রোগী চিকিৎসা শেষে এখন সুস্থ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন