করোনামুক্ত পৃথিবী হয়তো কখনোই গড়া সম্ভব নয়, এমনটাই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বর্তমানে বহু দেশই ধীরে ধীরে লকডাউন তোলার পথে। এর ফলে যে ফের একবার করোনার প্রাদুর্ভাব বাড়তে পারে তা সতর্ক করেই ডব্লিউএইচও জানায়, করোনাকে সঙ্গী করেই আগামী দিনে আমাদের বাঁচতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমার্জেন্সি ডিরেক্টর মাইকেল রায়ান এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, ‘মানব সভ্যতার একটি নতুন ভাইরাসের অনুপ্রবেশ ঘটেছে। ফলে এটা কবে কমবে সেটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। হয়তো এই ভাইরাসটি কখনোই যাবে না। আমাদের এটাকে নিয়েই বাঁচতে হবে। ঠিক যেমন এইচআইভি যায়নি, আমরা সেটার সঙ্গে বাঁচতে শিখে গেছি।’
তিনি আরও বলেন, ‘অনেকেই হয়তো ভাবছেন লকডাউনের পর ম্যাজিকের মতো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আদতে তা নয়। এতে হিতে বিপরীত হতে পারে। লকডাউন তোলার ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা ভাইরাসের ফলে আমাদের ভালো গুণ যেমন প্রকাশ পাচ্ছে, তেমন খারাপ টাও পাচ্ছে। প্রাচীর মানুষ যারা আমাদের সাহায্য করতে চাইছেন, তাদের ওপর হামলা হচ্ছে। এটা একেবারেই অনুচিত। এটা থেকে বিরত থাকতে হবে আমাদের।’
প্রসঙ্গত, গত বছর শেষের দিকে চীনের উহানে প্রথম এই নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। সেখানে বর্তমানে এই নোভেল করোনার দাপট অনেকটা কমলেও সারা পৃথিবীর অবস্থা বেশ খারাপ। এখনও পর্যন্ত ৪৪ লক্ষের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত, প্রাণ হারিয়েছেন প্রায় তিন লক্ষ মানুষ। সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/শফিক