ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) একটি শাখা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। ফলে থালতা মাজগ্রাম ইউনিয়নের পাঠান মির্জাপুর চৌমাথা বাজারে অবস্থিত শাখাটির কার্যক্রম আপাতত বন্ধ আছে। পরিস্থিতি পর্যালোচনায় শিগগিরই শাখাটি খুলে দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মির্জাপুর চৌমাথা বাজার শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল ইউসুফ জানান, এক কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দিলে গত বৃহস্পতিবার টিএমএসএস হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা জমা দেয়া হয়। শনিবার রাতে পাওয়া ফলাফলে তার করোনা শনাক্ত হয়েছে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার থেকে ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতার বলেন, পাঠান মির্জাপুর চৌমাথায় অবস্থিত কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় এক কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। এজন্য ব্যাংকের শাখটি লকডাউন করা হয়েছে। ব্যাংকের অন্য স্টাফদের নমুনা পরীক্ষা করা হবে। তাদের রেজাল্ট নেগেটিভ পাওয়া গেলে, তবেই ব্যাংক খুলে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন
বিডি প্রতিদিন/আল আমী