বগুড়ায় করোনায় মৃত্যুর হিসাব বেড়েই চলছে। শনিবার নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৪ জন করোনা পজিটিভ হয়ে মারা গেলো। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৩ জন। মৃতদের নমুনা সংগ্রহের পাশাপাশি লাশ স্বাস্থ্যবিধি মোতাবেক দাফন করা হয়েছে বলে স্বাস্থ্যবিভাগ জানিয়েছে।
বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, বগুড়া শহরের বারোপুর এলাকার ব্যবসায়ী হারুন অর রশিদ (৭২) নিজ বাসায়, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মালতিনগরের বিজন কুমার নিয়োগী (৫২) ও বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার মমতাজুর রহমান (৭০) ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে মারা যান।
মমতাজুর রহমান ৯ জুন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতলে ভর্তি হওয়ার পর ১২ জুন পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে তাকে নিয়ে যায়। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ১২ জুন রাতেই মারা যায়। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। তাদের মধ্যে শনিবার সকালে শাকপালা মোড়ের ইমরান নাজির (৩৬), উপসর্গ নিয়ে শুক্রবার রাত নয়টায় শিবগঞ্জ উপজেলার রহবলের মো. রাব্বি (৪৫) ও রাত ১০ টায় কলোনী এলাকার শামীম আহম্মেদ ভুলু (৫৬) নামের এক ব্যক্তি মারা যান। শামীম বগুড়া শহরের সাতমাথায় একটি ওষুধের দোকানের ম্যানেজার ছিল।
বিডি প্রতিদিন/আল আমীন