৩ জুলাই, ২০২০ ২১:২৭

লাকসামে করোনায় নারীর মৃত্যু, আরও ৭ জনের পজেটিভ

লাকসাম প্রতিনিধি:

লাকসামে করোনায় নারীর মৃত্যু, আরও ৭ জনের পজেটিভ

কুমিল্লার লাকসামে করোনায় আক্রান্ত হয়ে শেফালি বেগম (৫০) নামক এক নারী মৃত্যুবরণ করেছেন। ওই নারী উপজেলার উত্তরদা ইউনিয়নের বাটিয়াভিটা গ্রামের আবদুল জলিলের (বাবুল) স্ত্রী। ওই নারীসহ উপজেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন সর্বমোট ৮ জন। 

এদিকে, উপজেলায় আরও ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩২ জনে দাঁড়িয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, উপজেলার বাটিয়াভিটা গ্রামের শেফালি বেগম নামক ওই নারীর করোনা উপসর্গ দেখা দেওয়ার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্যবিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা নমুনা সংগ্রহ করেন। কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় ওই নারীর শারীরীক অবস্থার অবনতি হলে স্বজনরা বুধবার (১ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাৎক্ষণিক তাকে করোনা ইউনিটে ভর্তি দিয়ে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেয়া হচ্ছিল। এরই মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। শারীরীক অবস্থা ক্রমাগত অবনতির দিকে ধাবিত হতে থাকলে বৃহস্পতিবার (২ জুলাই) রাত পৌনে ১০টার দিকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩০ এর দিকে তিনি মারা যায়। ভোর ৫ ঘটিকার দিকে কুমিল্লা জেলাব্যাপী করোনা আক্রান্তদের মরদেহ দাফনে আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’ এর লাকসাম উপজেলার সদস্যরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে অত্যন্ত সতর্কতার সাথে ওই নারীর মরদেহ দাফন সম্পন্ন করেন।

এদিকে, শুক্রবার (৩ জুলাই) লাকসামে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মেহেদী হাসান জিতু ও মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন। তারা জানান, লাকসামে এ পর্যন্ত ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৬৩ জন। অন্যদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর