১০ আগস্ট, ২০২০ ১১:০২

রাজশাহীতে আরও ৭৯ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

রাজশাহীতে আরও ৭৯ জন করোনায় আক্রান্ত

রাজশাহীতে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৩ জনে। 

মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্যসহ রাজশাহী মহানগরীর ৫৫ জন এবং গোদাগাড়ী উপজেলায় একজন ও পুঠিয়া উপজেলায় চারজন, পবা উপজেলায় ছয়জন, মোহনপুর উপজেলায় চারজন, বাঘার উপজেলায় সাতজন ও বাগমারার উপজেলায় দুইজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

এদিকে, জেলা সিভিল সার্জন এনামুল হক জানান, নতুন করে করোনা আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। 

প্রসঙ্গত, এ পর্যন্ত রাজশাহীতে ৩ হাজার ৬৫৩ জন করোনা আক্রান্তের মধ্যে ১ হাজার ৮২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ২৯ জন।

বিডি প্রতিদিন/এজে

সর্বশেষ খবর