শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:২৩

ইরানে করোনায় মৃতের সংখ্যা ২৪০০০ ছাড়াল

অনলাইন ডেস্ক

ইরানে করোনায় মৃতের সংখ্যা ২৪০০০ ছাড়াল

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। মধ্যপ্রাচ্যে করোনার বিরামহীন তাণ্ডবে ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া দেশগুলোর একটি ইরান। শনিবার পর্যন্ত ইরানে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার জানান, ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৬ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১১৮ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৮৪৫ জন। 

ইরানে করোনায় মৃতের সংখ্যার পাশাপাশি ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। দেশটির রাষ্ট্র পরিচালিত টিভি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদার লারিকে উদ্ধৃত করে শনিবার জানিয়েছে, ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৮৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ৪৩ জনে।

সিমা সাদার লারি জানান, করোনা সংশ্লিষ্ট জটিলতা নিয়ে শুক্রবার থেকে ১ হাজার ১৪৯ জন ইরানি হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ৬৩২ জন। আর নিবির পরিচর্যা কেন্দ্রে ৩ হাজার ৮৩৯ জন ভর্তি আছেন।

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর