ইংল্যান্ডে সকল পানশালা, বার, রেস্তোরাঁ এবং অন্যান্য আতিথেয়তার স্থান বৃহস্পতিবার থেকে নির্দিষ্ট সময়ের পর বন্ধ রাখতে হবে। ব্রিটেনে মহামারী করোনার দ্বিতীয় প্রবাহ চলছে। সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে লকডাউনে না গিয়ে স্বাস্থ্যবিধি আরও কঠোর করছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখিত ক্ষেত্রে শুধু টেবিল সার্ভিসের অনুমতি দেওয়া হয়েছে।
সংসদে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা সংক্রমণে লাগাম টানতে করণীয় নিয়ে বক্তৃতা দেবেন। এর আগে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।
ব্রিটেনে কভিড-১৯ সতর্কতার মাত্রা ৪ এ উন্নীত করা হয়েছে। তার মানে হলো করোনার সংক্রমণ খুব উচ্চহারে ছড়াচ্ছে কিংবা আশঙ্কাজনকহারে বাড়ছে। নতুন নিয়মের আওতায় করোনা হলে কিংবা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সত্ত্বেও কোয়ারেন্টাইন না করলে জরিমানর ব্যবস্থা থাকছে।
বিডি প্রতিদিন/ফারজানা