২৯ সেপ্টেম্বর, ২০২০ ১১:২৪

করোনাভাইরাস: প্রতি ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৪০০ জনের বেশি প্রাণহানি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: প্রতি ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৪০০ জনের বেশি প্রাণহানি

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে চলছে গবেষণা। এদিকে, বিশ্বে করোনা মহামারীতে ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৪০০ জনের বেশি লোকের মৃত্যু হচ্ছে। সেপ্টেম্বর থেকে ভাইরাসে এ পর্যন্ত যত প্রাণহানি ঘটেছে, তার গড় হিসাব করে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

মাত্র তিন মাসের মধ্যে করোনাজনিত অসুস্থতায় মৃত্যু বেড়ে পাঁচ লাখ থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রাণহানিতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত।

মহামারীতে প্রতি ঘণ্টায় এখন ২২৬ জনের মৃত্যু হচ্ছে আর প্রতি ১৬ সেকেন্ডে মারা যাচ্ছেন একজন।

৯০ মিনিটের একটি ফুটবল ম্যাচ দেখতে যে সময় লাগে, তাতে গড়ে ৩৪০ জনের মৃত্যু হচ্ছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর