পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে রেজাউল রহিমের ব্যক্তিগত সহকারী মনিরুজ্জামান রাসেল জানান, বুধবার দুপুরে নিশ্চিত হওয়া গেছে, তার করোনা পজিটিভ।
জানা যায়, সোমবার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল রহিম লাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন তিনি অসুস্থবোধ করেন।
পরে অনুষ্ঠান শেষে তিনি বাসায় ফিরে গেলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই