বাগেরহাটের মোংলায় করোনা আক্রান্ত হয়ে মোংলাপোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশান্ত সরকার (৫০) মারা গেছেন। বুধবার রাতে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতু সুশান্ত সরকার মোংলার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ও মোংলাপোর্ট পৌরসভার কর আদায়কারী। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাহ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুশান্ত সরকার মারা যান। স্বাস্থবিধি মেনে তার দাহ সম্পন্ন করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বাগেরহাটে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৫ জন মারা গেলেন। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জন।
আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র মো. জুলফিকার আলী, মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ. রহমান ও সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।
বিডি প্রতিদিন/এমআই