সিলেট বিভাগে করোনাভাইরাসে মারা গেছেন আরেকজন। তিনি হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২৫। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।
এদিকে, সিলেটে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫১ জন। এর মধ্যে সিলেট জেলার ২৭, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ৫ জন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩১০৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭২১২, সুনামগঞ্জে ২৩৭২, হবিগঞ্জে ১৭৭৮ ও মৌলভীবাজার জেলায় ১৭৪৭ জন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২ ও হবিগঞ্জে ৪ জন। এই ৩৬ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১৪৫৩ জন। এর মধ্যে সিলেটে ৬০৭৬, সুনামগঞ্জে ২২৭০, হবিগঞ্জে ১৫০১ ও মৌলভীবাজারে ১৬০৬ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৬ জন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ১ জন।
বিডি প্রতিদিন/আরাফাত