২৫ নভেম্বর, ২০২০ ১০:২৮

করোনায় বিপর্যস্ত স্পেন, বয়স্করা আগে টিকা পাবেন

অনলাইন ডেস্ক

করোনায় বিপর্যস্ত স্পেন, বয়স্করা আগে টিকা পাবেন

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে স্পেনে বয়স্ক নাগরিক এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সবার আগে করোনাভাইরাসের টিকা পাবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইল্লা জানুরারিতে শুরু হতে যাওয়া জাতীয় টিকাদান পরিকল্পনার অংশ হিসেবে এ ঘোষণা দেন।

নাগরিকদের মোট ১৮টি দল একেরপর এক করোনার টিকা পাবে। অন্যান্য স্বাস্থ্য কর্মীরা ঠিক এরপরের সারিতে থাকবেন। ১৩ হাজার স্বাস্থ্যসেবা সেন্টারগুলো ক্রমান্বয়ে এ টিকা গ্রহন করবে।

২০২১ সালের প্রথম ছয় মাসের মধ্যে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ করোনাভাইরাস টিকার আওতায় চলে আসবে বলে আশা করছে দেশটি।

সূত্র: রয়টার্স।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর