ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।
এদিকে, তার সুস্থতা কমনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘শুনেছি জেপি নাড্ডার কোভিড পজিটিভ ধরা পড়ছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সফর সেরে ফিরেছেন জেপি নাড্ডা। আর ফিরেই করোনা আক্রান্ত হলেন তিনি। জেপি নাড্ডা টুইটে লিখেছেন, ‘আমার সংস্পর্শে যারা এসেছেন, তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।’
সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/এমআই