পটুয়াখালীর গলাচিপায় নিকুঞ্জ কর্মকার (৮০) নামে এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন জানান, গত শনিবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গলাচিপার নিকুঞ্জ কর্মকার নামের এক বৃদ্ধ মারা গেছেন।
গত বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আইইডিসিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী নিকুঞ্জ করোনা পজেটিভ ছিলেন।
তিনি আরও জানান, করোনায় জেলায় মোট মৃতের সংখ্যা ৪০ জন। জেলায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৫১ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৫৫৩ জন।
বিডি প্রতিদিন/এমআই