যুক্তরাষ্ট্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, দেশটিতে প্রথমে যাদের ফাইজার/বায়োনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা দেওয়া হবে তাদের মধ্যে আছে ট্রাম্প প্রশাসনের জ্যৈষ্ঠ কর্মকর্তারা। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে পরিকল্পনা পাল্টে দিয়েছেন।
অগ্রাধিকার ভিত্তিতে হোয়াইট হাউজে টিকাদান সম্পর্কিত পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে বলেছেন ট্রাম্প।
প্রসঙ্গত, নিরাপদ প্রমাণিত হওয়ায় ফাইজার/বায়োনটেকের টিকা প্রয়োগে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রশাসন। স্থানীয় সময় সোমবার থেকে দেশটিতে এ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। ফাইজার/বায়োনটেকের টিকা ৯৫ ভাগ নিরাপদ প্রমাণিত হয়েছে।
টিকার প্রথম ৩ মিলিয়ন ডোজ যুক্তরাষ্ট্রে ৫০ রাজ্যে বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্য কর্মী ও প্রবীণদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা