যুক্তরাষ্ট্রে ক্রমশ করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। দেশটিতে করোনার সংক্রমণ ২ কোটি ছাড়িয়েছে এবং মারা গেছে সাড়ে তিন লাখের বেশি মানুষ। নতুন পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে আরও ৮০ হাজার মানুষ। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এ পূর্বাভাস দিয়েছে।
২০২০ সালের শেষে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর রেকর্ড হয়েছে টানা দ্বিতীয় দিনের মতো। স্থানীয় সময় বুধবার দেশটিতে করোনায় মারা গেছে ৩ হাজার ৭৪০ হন।
যুক্তরাষ্ট্রে এরইমধ্যে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে এ টিকাদান কর্মসূচি যতটা দ্রুতগতিতে হওয়ার কথা ছিল তা হচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কারণ এ কর্মসূচি তখনই সফল হবে যখন টিকা জনসাধারণের মাঝে সহজলভ্য হবে।
বিডি প্রতিদিন/ফারজানা