করোনায় প্রতি এক মিনিটে তিনজন যুক্তরাষ্ট্রবাসীর মৃত্যু। করোনা অতিমারি কালে গতকাল বুধবার (১৩ জানুয়ারী) ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ দিন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪,৪৭০ জন। করোনায় মৃত্যুতে যার ফের রেকর্ড।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা। দীর্ঘদিন ধরে সংক্রমণ ও মৃত্যু তালিকায় শীর্ষে রয়েছে তারা। গোটা বিশ্বে করোনায় আক্রান্ত ৯ কোটি ২১ লাখ। এর মধ্যে শুধু আমেরিকাতেই করোনায় সংক্রমিত ২ কোটি ৩৩ লাখ মানুষ। ১৯ লাখ ৭২ হাজার মৃত্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রাণহানি হয়েছে ৩ লাখ ৮৯ হাজার।
হাসপাতাল, ক্লিনিকগুলোতে উপচে পড়ছে রোগীর ভিড়। ক্যালিফর্নিয়ার একটি ছোট শহর অ্যাপল ভ্যালির সেন্ট মেরি হাসপাতালের চিকিৎসক কারি ম্যাকগুয়ার বলেন, আমার কর্মজীবনে এত অন্ধকার সময় দেখিনি। আমার পরিচিত, কাছের অনেকের চিকিৎসা করেছি। দেখেছি কত প্রিয়জনের চলে যাওয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ