বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাই মোকাবেলায় জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আরও দুটি দেশীয় ভ্যাকসিন অনুমোদন দিয়েছে চীন সরকার। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত চারটি ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল এবং গত বছর সিনোফার্মের বেইজিং ইউনিটের আরেকটি ভ্যাকসিনের অনুমোদন দেয় চীন।
নতুন অনুমোদিত দুটি ভ্যাকসিন উৎপাদন করেছে-ক্যানসিনো বায়োলজিক্যালস ইনকরপোরেটেড এবং চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের (সিনোফার্ম) সহযোগী প্রতিষ্ঠান উহান ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস।
ক্যানসিনো জানিয়েছে, ডোজের ২৮ দিন পর থেকে তাদের ভ্যাকসিন ৬৫.২৮ শতাংশ কার্যকর। এদিকে, উহান ইনস্টিটিউট অফ বায়োলজিকসের দাবি, তাদের ভ্যাকসিন ৭২.৫১ শতাংশ কার্যকর। তবে কোনো কোম্পানিই তাদের ডেটার বিস্তারিত প্রকাশ করেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন