মহামারী করোনার তৃতীয় ঢেউয়ে ফের দেশজুড়ে লকডাউনের ঘোষণা করলো ফ্রান্স। ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির নিশ্চয়তা পেয়ে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি আবার শুরু করতে যাচ্ছে ইউরোপের দেশগুলো- এর মধ্যে এমন ঘোষণা দিলো ফ্রান্স।
গতকাল বৃহস্পতিবার থেকে মাসব্যাপী দেশজুড়ে লকডাউনের ঘোষণা করে ফ্রান্স। গেল সপ্তাহে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হবার পর সংক্রমণ বাড়তে থাকে দেশটিতে। সর্বশেষ একদিনেই ৩৫ হাজারের বেশি সংক্রমিত হওয়ায় ফের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স।
বিডি-প্রতিদিন/শফিক