লঙ্কানদের ওপর চীনের সিনোফার্ম-এর তৈরি টিকা প্রয়োগের কোনো অনুমতি দেয়নি দেশটির সরকার। ৩ এপ্রিল চীন থেকে টিকার ছয় লাখ ডোজ শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা রয়েছে।
মন্ত্রিপরিষদের সহ-মুখপাত্র ড. রমেশ পাথিরানা বলেছেন, 'এই টিকা প্রাথমিকভাবে দেওয়া হবে শ্রীলঙ্কায় বসবাসরত চীনা নাগরিকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং জাতীয় ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা (এনএমআরএ) এখন পর্যন্ত ওই টিকা ব্যবহারের কোনো অনুমোদন দেয়নি।'
তিনি আরও বলেছেন, 'সিনোফার্ম-এর দেওয়া তথ্যানুসারে টিকাটি মূল্যায়ন করছে এনএমআরএ। তবে চতুর্থ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল মূল্যায়ন করতে দেরি হচ্ছে। ডাব্লিউএইচও থেকে অনুমোদন পাওয়া পর্যন্ত এই টিকা ব্যবহারের সম্ভাবনা নেই। ততদিন পর্যন্ত টিকাটি লঙ্কানদের দেওয়ার কোনো পরিকল্পনা নেই।'
বিডি প্রতিদিন/ অন্তরা কবির