চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করে ৪৬৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৫০ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করনি কেউ।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৮৫ জন এবং উপজেলায় ৮২ জন। শনিবার (৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ২৬৮ জন এবং মোট মৃত্যুবরণ করেন ৩৮৯ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত