গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কুদ্দুস আজাদ (৭৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৌচাক ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ড সদস্য মো. আরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। পরে সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস আজাদ মারা যান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন