১৭ এপ্রিল, ২০২১ ০৮:৪৫

করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি, সর্বোচ্চ সংক্রমণ-মৃত্যুতে দিশেহারা ভারত

অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি, সর্বোচ্চ সংক্রমণ-মৃত্যুতে দিশেহারা ভারত

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে ভারতে। সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে দেশটি। শুক্রবার সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ল ভারত। ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৩৫ হাজারের মতো মানুষের শরীরে মিলল এই এই ভাইরাসের অস্তিত্ব।

এদিন দেশটিতে করোনায় মারা গেছে ১৩শ’ ৩৮ জন, যা দেশটির মহামারীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি। গেল বছরের জুনে, দুই হাজারের ওপর মৃত্যু দেখেছিল ভারত।

সরকারি হিসাবে, শুক্রবার সর্বোচ্চ ৬৪ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয় মহারাষ্ট্রে। একদিনেই বাণিজ্যিক রাজধানীতে করোনার প্রকোপে প্রাণহানি হয় ৪শ’র মতো।

অন্যদিকে নয়াদিল্লিতে আরও সাড়ে ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে করোনায়। ভারতের রাজধানীতে দিনে সর্বোচ্চ ১৪১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দিল্লি-মহারাষ্ট্রে জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ এবং সাপ্তাহিক লকডাউন।

ভারতে করোনায় মোট প্রাণহানি পৌনে ২ লাখ; সংক্রমিত এক কোটি ৪৫ লাখের ওপর।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর