মডার্নার তৈরি করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার এক বিবৃতিতে এ অনুমোদনের কথা জানায় সংস্থাটি। বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কার্যক্রম ত্বরান্বিত করতে পঞ্চম টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল মডার্নার টিকা।
বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, জরুরি পরিস্থিতি বিবেচনায় ওষুধ, টিকা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ-সুবিধা সহজলভ্য করতে চায় তারা।
ডব্লিউএইচও’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল মারিয়াঙ্গেলা সিমাও বলেছেন, ‘বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে সরবরাহের লক্ষ্যে গঠিত টিকা তহবিল কোভ্যাক্সের অন্যতম যোগানদাতা ভারতসহ অন্য টিকা উৎপাদকদের সরবরাহে সমস্যা থাকায় টিকার যোগান প্রস্তুত রাখা জরুরি ছিল।’
গত বছরের শেষ দিকে ফাইজার-বায়োএনটেকের এমআরএনএ টিকা প্রথমবারের মতো ডব্লিউএইচওর জরুরি ব্যবহারের অনুমোদন পায়। পরে একে একে অ্যাস্ট্রাজেনেকা, সেরাম ইনস্টিটিউট ও জনসন অ্যান্ড জনসনের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সংস্থাটি।
সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ