১০ মে, ২০২১ ১৫:৪২

বগুড়ায় করোনায় নতুন করে ৩ জনের প্রাণহানী, শনাক্ত ১৮

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় করোনায় নতুন করে ৩ জনের প্রাণহানী, শনাক্ত ১৮

প্রতীকী ছবি

বগুড়ায় করোনায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ১৮ জন রোগী শনাক্ত হয়েছেন। সোমবার দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন-বগুড়া গাবতলী উপজেলার গোলাবাড়ী এলাকার জমিলা (৬৫), বগুড়া সদরের উপশহর এলাকার জেসমিন খানম (৫০) ও শহরের সুলতানগঞ্জ পাড়ার আব্দুর রউফ (৭০)। এদের মধ্যে জমিলা জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে, জেসমিন ও আব্দুর রউফ টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৯ মে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৬টি নমুনায় ১৭ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস’এ ৭টি নমুনায় একজনের পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টা ১৭৩টি নমুনার ফলাফলে সদরে ১৭ জন, বাকি একজন গাবতলীর।

সোমবার সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১১ হাজার ৯৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ১৩২ জন। মৃত্যু হয়েছে ৩০৪ জনের। এখন চিকিৎসাধীন রয়েছে ৫৫৬ জন।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর