পেরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বলা হচ্ছিল ৬৯ হাজার ৩৪২। কিন্তু পর্যালোচনার পর দেখা গেছে প্রকৃত সংখ্যার এর ধারে কাছেই নেই। বরর করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যাটা দ্বিগুণের চেয়েও বেশি। সোমবার পেরুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পেরুতে করোনায় মারা গেছে মোট ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইন এ প্রতিবেদন প্রকাশ করেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মাথাপিছু হারে বিশ্বের মধ্যে পেরুতে করোনার মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। পেরুর জনসংখ্যা প্রায় ৩ কোটি ৩৪ লাখ।
পেরুর প্রধানমন্ত্রী ভায়োলেটা বারমুদেজ বলেছেন, পেরু ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ মেনে পর্যালোচনা করায় এ সংখ্যা বেড়ে গেছে। আমরা মনে করি, বিষয়টা প্রকাশ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
বিডি প্রতিদিন/ফারজানা