আগের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। বিভাগের তিন জেলায় গত ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে করোনা ও উপসর্গে নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে ১২ জনের মৃত্যু হয়েছিল গত ৩০ মে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যু হওয়া ১৬ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ রোগী ছিলেন। আর বাকি ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা সবাই করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৬ জন এবং নওগাঁ জেলার একজন আছেন। করোনা ইউনিটের আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে বর্তমানে ২২৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন।
এদিকে, দিনদিন করোনা ইউনিটে রোগী বেড়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। করোনা রোগীদের সামাল দিতে গিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা ব্যহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ৩০জন চিকিৎসকের চাহিদা দিয়ে চিঠি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া বেড সংখ্যা ২৩০ থেকে আরও বাড়িয়ে ২৬৪টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন