মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন। নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৫৮ জনের। এছাড়া একই সময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১৮৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনে। মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২০ জন ও ১৪ জন নারী।
এর আগে, গতকাল করোনায় মৃত্যু হয় ৩০ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৬৮৭ জন।
আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।
বিডি-প্রতিদিন/শফিক