জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের জনগণকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। বিদেশে কর্মরত ডাক্তারদের অনুদানের ওপর ভিত্তি করে চলা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস (ইএমএস) গ্রুপ নামের স্থানীয় একটি এনজিও এ উদ্যোগ গ্রহণ করেছে।
জানা গেছে, এই পরিষেবা সেখানকার মানুষের জন্য অপরিসীম সাহায্য করেছে। অনেক স্থানীয় লোক এনজিও এবং তাদের দলের প্রচেষ্টার প্রশংসা করেছে। জাভেদ আহমাদ নামের একজন স্থানীয় দাবি করেছেন, এই সেবার কারণে অনেক জীবন রক্ষা পেয়েছে। যেহেতু জম্মু ও কাশ্মীরে আইসিইউ অ্যাম্বুলেন্সের সংখ্যা কম, তাই এনজিওটি মূল্যবান জীবন বাঁচানোর প্রচেষ্টায় চব্বিশ ঘণ্টা কাজ করে চলেছে।
এতে শ্রীনগরের স্থানীয়দের যে বড় স্বস্তি দিয়েছে তা দেখার পর বারামুলা ও অনন্তনাগ জেলায়ও এই পরিষেবা সম্প্রসারিত করা হয়েছে বলে জানিয়েছেন সমন্বয়কারী ড. শহীদ ভাট। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের রোগীর সংখ্যা এখনও পর্যন্ত প্রায় সাতশ’। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমরা কোভিড-সংক্রামিত রোগীদের কাছ থেকে প্রচুর কল পাচ্ছি। আমাদের অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, জরুরি ওষুধ, অক্সিজেন এবং নেবুলাইজেশনের সুবিধাও আছে।'
অন্যদিকে, অ্যাম্বুলেন্স চালক ওয়েইস ইকবাল বলেন, 'দায়িত্ব পালনের সময় করোনার স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।' সূত্র: এএনআই
বিডি প্রতিদিন / অন্তরা কবির