নোয়াখালীতে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড ছাড়াল। জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৯১ জন। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৭। যা জেলার জন্য একদিনে সর্বোচ্চ আক্রান্ত। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৮৩৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। নোয়াখালী জেলায় করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের।
নোয়াখালীতে আশংকাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ৬টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এক সপ্তাহের চলমান লকডাউন বাড়িয়ে তা ১৮ জুন রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে, শহরের বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা দেখা গেছে।
মঙ্গলবার সকাল ১১টায় তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ১৩০ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৭২ দশমিক ৪৯। আইসোলেশনে রয়েছেন ২৪৭৯ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন রোগী।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ জুন থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। কিন্তু সংক্রমণ বৃদ্ধি অব্যহত থাকায় দ্বিতীয় দফায় গত ১২ জুন চলমান লকডাউন বাড়িয়ে তা ১৮ জুন রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে, দুই দফায় ১০ দিনের লকডাউন শেষ হলেও কমছে না আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বাড়ছে নতুন সংক্রমণ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ