১৫ জুন, ২০২১ ১৮:১৭

চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ১০ জনের প্রাণহানী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ১০ জনের প্রাণহানী

প্রতীকী ছবি

চাঁপাইবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৯৯ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ শতাংশ। আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩১২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৪১ শতাংশ। এছাড়া জিন এক্সপার্ট টেস্টে ৭ জনের নমুনা পরীক্ষায় করো শরীরে করোনা শনাক্ত হয়নি।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত  ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার জেলা হাসপাতালে তিনজন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলায় এখন পর্যন্ত মোট ৩২১৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ১৮০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া মারা গেছে ৮৭ জন।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর